ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে গৌরীকে সঙ্গে নিয়ে স্টেডিয়ামে বাদশা - ভারত অস্ট্রেলিয়া মহারণ দেখতে আমেদাবাদে হাজির বাদশা

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 4:12 PM IST

Shah Rukh Khan: তারকাখচিত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাদশাহী আগমণ । ভারত-অস্ট্রেলিয়া মহারণ দেখতে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সস্ত্রীক উপস্থিত কিং খান । রবিবার দুপুরে  স্ত্রী, গৌরী খানকে সঙ্গে নিয়েই আমেদাবাদে পৌঁছন শাহরুখ খান । বিশ্বকাপ ফাইনাল ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে । ইতিমধ্য়ে গ্যালারিতে দেখা গিয়েছে, বলি তারকা অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, আশা ভোঁসলে-সহ অন্যান্য তারকাদের ৷ ভারত-নিউজিল্যান্ড সেমিম্যাচে বেঙ্গালুরুর গ্যালারিতে দেখা গিয়েছিল একঝাঁক তারকাকে ৷ 

সেই ঐতিহাসিক ম্যাচে ফুটবল কিংবদন্তি বেকহ্যামকেও দেখা গিয়েছিল ৷ এদিনের ফাইনাল ম্যাচে মোতেরায় স্টেডিয়ামে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিরও থাকার কথা রয়েছে ৷ বিশ্বকাপের ফাইনাল দেখতে ভারতে এসেছেন অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী রিচার্ড মারলেস। স্টেডিয়ামে খেলা দেখতে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। 

এর বাইরে সচিন তেন্ডুলকার-সহ প্রাক্তন ক্রিকেটাররাও খেলা দেখতে এসেছেন। ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও উপস্থিত রয়েছেন এই ম্যাচে ৷ রাহুল-পত্নী আথিয়া শেট্টি, জাদেজা-পত্নী রিভাভাকেও দেখা গিয়েছে গ্য়ালারিতে ৷ পাশাপাশি বিসিসিআই, আইসিসি শীর্ষস্থানীয় প্রতিনিধি এবং রাজ্যের ক্রিকেট বোর্ডগুলির প্রতিনিধিরাও আমেদাবাদে রয়েছেন ৷ সবমিলিয়ে বিশ্বকাপ ফাইনাল যেন নক্ষত্রময়। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.