Panchayat Elections 2023: শুভেন্দুকে ‘লোড শেডিং’ বিধায়ক বলে কটাক্ষ তৃণমূলের সায়ন্তিকার - সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/24-06-2023/640-480-18837106-712-18837106-1687614013439.jpg)
শুভেন্দু অধিকারীকে 'লোড শেডিং বিধায়ক' বলে নিশানা তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ৷ বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি ব্লকে তৃণমূলের নির্বাচনী প্রচার মঞ্চ থেকে বিরোধী দলনেতাকে নিশানা করেন তিনি ৷ নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনের দিন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ইভিএম বদলের অভিযোগ ইস্যুতে শুভেন্দুকে আক্রমণ করেন তিনি ৷ পাশাপাশি, শুভেন্দু নিজেকে পাপের শাস্তির হাত থেকে বাঁচাতে বিজেপি শিবিরে যোগ দিয়েছেন বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী রাজনীতিবিদ ৷
তাঁর কটাক্ষ, নিজেকে বাঁচাতে চটি ছেড়ে বুট চাটা শুরু করেছেন শুভেন্দু ৷ তবে, সায়ন্তিকার বিরোধী দলনেতাকে নিশানার পালটা জবাবও দিয়েছেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি বিল্বেশ্বর সিনহা ৷ তাঁর পালটা জবাব, ‘‘সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় যে ভাষাগুলি ব্যবহার করেছেন, সেটা তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর মুখেও শোনা যায় ৷ বিধানসভা ভোটের ফলাফলে সাধারণ মানুষ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গালে চড় মেরেছিল ৷ সেই হারের পরেও লজ্জা নেই তাঁর ৷’’