সিভিক ভলান্টিয়ার যখন সান্তাক্লজ! পথনিরাপত্তার পাঠ দিতে উদ্যোগ সাব ট্রাফিক পুলিশের
🎬 Watch Now: Feature Video
Road Safety Awareness: হঠাৎ সান্তা সেজে শহরের রাস্তায় সিভিক ভলান্টিয়ার । বড়দিনের আগে বৃহস্পতিবার দুর্গাপুরের রাস্তায় সান্তাকে ঘুরে বেড়াতে দেখে চমকে গেলেন অনেকে। আবার সান্তাকে উৎসাহিত হয়ে মেরি ক্রিসমাস বললেন পড়ুয়ারা ৷ পড়ুয়াদের খুশি করতে উপহার হিসাবে দিল চকলেটও। আবার হেলমেট বিহীন বাইক চালকদের আটকালেনও । এই সান্তা ক্লজ আর কেউ নয় সিভিক ভলেন্টিয়ার গঙ্গাধর গোপ। বড়দিনের প্রাক্কালে পথ চলতি মানুষকে এবং গাড়ির চালকদের সচেতন করতেই হঠাৎ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।
সান্তা ক্লজের সাজে ঘুরে বেড়ানো সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে ছিল শহরের বহু পড়ুয়া। তারাও গাড়ির চালকদের হেলমেট এবং সিট বেল্ট পড়ার কথা সচেতন করেন । দুর্ঘটনা রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা পৌঁছে দিতে বড়দিনের প্রাক্কালে এই উদ্যোগ বলে জানান দুর্গাপুর সাব ট্রাফিকের ভারপ্রাপ্ত আধিকারিক বিনয় লায়েক । এদিন তিনি বলেন,"বড়দিনের আগে পর্যন্ত বিভিন্ন স্কুলের সামনে, জনবহুল বাজার এলাকায় এই কর্মসূচি চালানো হবে। আমাদের মূল উদ্দেশ্য দুর্ঘটনা কমানো। সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে আরও বেশি সচেতন করে তোলা । আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট চালু হওয়ার পর প্লাস দুর্গাপুরের রাস্তায় দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমানো গেলেও উৎসবকালীন সময়ে বেশকিছু দুর্ঘটনা ঘটছে। আর সে কথা মাথায় রেখেই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে অভিনব উপায়ে সাধারণ মানুষকে সচেতন করার কথা বলা হয়েছে ৷