International Coastal clean-up Day: আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবসে সমুদ্র সৈকতকে দূষণ-মুক্ত রাখার বার্তা - আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 1:37 PM IST

আজ আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস ৷ প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস হিসেবে পালন করা হয় । সমুদ্র সৈকতকে আবর্জনা ও দূষণ মুক্ত রাখতেই এই দিনটি পালন করা হয় ৷ পাশিপাশি পরিবেশ রক্ষার্থে মানুষের মধ্যে সচেতনতার প্রসার ও সৈকত পরিষ্কারের জন্য জনগণকে উৎসাহী কারাই হল আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস পালনের উদ্দেশ্য ৷

আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে সমুদ্র সৈকতে একটি শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ বালির মধ্যে ফুুটিয়ে তুুলেছেন সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের বার্তা ৷ এই সমগ্র শিল্পকর্মটির ছবি টুইটারে পোস্ট করেছেন শিল্পী ৷ এটাই প্রথম নয় যেকোনও বিশেষ দিনেই এই বালু শিল্পীকে দেখা যায় সমুদ্র সৈকতে শিল্পকর্ম ফুটিয়ে তুলতে ৷ যার প্রধান উদ্দেশ্য় হল দিনটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা ৷ পাশপাশি আম জনতাকে সচেতনতার বার্তা দেওয়া ৷ কয়েকদিন আগেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শিল্পীকে সমুদ্র সৈকতে তেরঙার চিত্র ফুটিয়ে তুলতে দেখা গিয়েছিল ৷ সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় সুদর্শন পট্টনায়েক ৷ তাঁর শিল্পকর্মর বিস্তার অপার ৷ এবার আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবসে নিজের শিল্পের যাদু দেখালেন সুদর্শন ৷   

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.