Sand Art on 100th Mann ki Baat: মন কি বাতের 100তম পর্ব বালিতে ফুটিয়ে তুললেন শিল্পী সুদর্শন পট্টনায়েক

By

Published : Apr 29, 2023, 6:37 PM IST

thumbnail

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 100তম মন কি বাত অনুষ্ঠানকে স্বাগত জানাতে বিশেষ বালু ভাস্কর্য পুরীর সৈকতে ৷ সেটি তৈরি করলেন ওড়িশার প্রখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ এই বালু শিল্পটির উচ্চতা 8 ফুট । তাতে প্রায় 7 টন বালি ব্যবহার করা হয়েছে ৷ বালু শিল্পতে তুলে ধরা হয়েছে প্রধানমন্ত্রীর ছবি-সহ 100টি রেডিয়োকে ৷ সঙ্গে রয়েছে শুভেচ্ছা বার্তা ৷ সুদর্শন টুইটে লেখেন, 30 এপ্রিল অনুগ্রহ করে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির সবচেয়ে জনপ্রিয় মন কি বাত অনুষ্ঠানের 100তম সংস্করণ সবাই শুনবেন । মন কি বাত-এর স্মরণীয় পর্ব উদযাপন করতে ও স্বাগত জানাতে আমি 100টি বালির রেডিও তৈরি করেছি ওড়িশার পুরীর সৈকতে । উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত তার 100তম পর্ব সম্পূর্ণ করবে রবিবার । সেই অনুষ্ঠানকে উৎসর্গ করেই বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক পুরী সৈকতে এই সুন্দর ভাস্কর্যটি তৈরি করেছেন । প্রধানমন্ত্রী তাঁর ভাষণের মাধ্যমে দেশের মানুষের সঙ্গে মতবিনিময় করবেন ওইদিন । সেই অনুষ্ঠানে থাকবেন 100 জন সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিগণ ৷  

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.