Women's Day: সুদর্শনের বালি ভাস্কর্যে হোলি ও নারী দিবসের মেলবন্ধন - Sand Art on International Womens Day
🎬 Watch Now: Feature Video
আজ রঙের উৎসব ৷ সেই সঙ্গে আন্তর্জাতিক নারী দিবসও ৷ বালির ভাস্কর্যে আন্তর্জাতিক নারী দিবসকে হোলির রঙে রাঙালেন সুদর্শন পট্টনায়েক (Sand Art on International Women's Day) ৷ পুরুষতন্ত্রের তথাকথিত অনুশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নারী আজ স্বয়ংসম্পূর্ণ ৷ আন্তর্জাতিক নারী দিবসে পুরী সৈকতে সেই বার্তাই দিলেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ সাত টন বালি আর বিভিন্ন রঙে পুরীর সৈকত সাজিয়ে তুললেন তিনি ৷ একজন মহিলা ডাক্তার, একজন পুলিশ, এক শিশুর যত্ন নেওয়া মা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা এক কর্মীকে বালির ভাস্কর্যে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন সুদর্শন ৷ সেই সঙ্গে লিখেছেন, 'স্যালুট টু অল উইমেন এবং জয় অফ কালার ৷ বালুশিল্পীর এই ভাস্কর্য দেখতে আজ সমুদ্র সৈকতে ভিড় জমান দর্শকরা।