77th Independence Day: পুরী সৈকতে 'হর ঘর তিরঙ্গা' ফুটিয়ে তুললেন বালুশিল্পী সুদর্শন
🎬 Watch Now: Feature Video
স্বাধীনতা দিবসের দু'দিন আগে পুরীর সমুদ্র সৈকতে বালুশিল্পে ফুটে উঠল 'হর ঘর তিরঙ্গা' ৷ সৌজন্যে সুদর্শন পট্টনায়েক ৷ মঙ্গলবার ভারতের 77তম স্বাধীনতা দিবস ৷ তার আগে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 'হর ঘর তিরঙ্গা'র আহ্বান জানিয়েছেন দেশবাসীর উদ্দেশে ৷ প্রধানমন্ত্রীর সেই বার্তাই বালুশিল্পী তার ভাস্কর্যের মাধ্যমে দেশবাসীকে কাছে পৌঁছে দিতে উদ্যোগী হলেন ৷
পুরী সৈকতে 10 ফুট প্রস্থ ও 5 ফুট উচ্চতার একটি ভাস্কর্য তৈরি করেছেন বালুশিল্পী সুদর্শন পট্টনায়েক ৷ যেখানে ফুটিয়ে তোলা হয়েছে একটি বাড়ি ৷ তার মধ্যে সম্পূর্ণ একটি গ্রাম ৷ গ্রামের প্রতিটি বাড়িতে তেরঙা ৷ বালি দিয়ে একটি নারী ও পুরুষের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন বালুশিল্পী ৷ ভাস্কর্যে তাদেরকে দেখা যাচ্ছে স্বাধীনতা উদযাপনে ৷ নীচে লেখা হর ঘর তিরঙ্গা ৷ স্বাধীনতা দিবসের আবহে সুদর্শন পট্টনায়েকের এই তৈরি এই ভাস্কর্য দেখতে সমুদ্র সৈকতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকেরা ৷ তুলছেন সেলফিও ৷ বিশেষ দিনে কিংবা চর্চিত বিভিন্ন ইস্যুতে শিল্পী সুদর্শন পট্টনায়েক তাঁর ভাবনা, উদ্ভাবনী কার্যকলাপ ফুটিয়ে তোলেন পুরী সৈকতে ৷ 77তম স্বাধীনতা দিবসে তার অন্যথা হল না ৷