Sakshee Malikkh: 'দাঙ্গা করিনি শান্তিপূর্ণ ধরনা করতে চেয়েছিলাম, পুলিশ করতে দিল না'; চোখের জলে সাক্ষী - sakshee malikkh Reacts over Delhi Police Action

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 29, 2023, 11:14 AM IST

Updated : May 29, 2023, 1:49 PM IST

"সবটাই শান্তিপূর্ণভাবে করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ তা দিল না", রবিবারের ঘটনায় চোখে জল সাক্ষীর ৷ এদিকে, দিল্লিতে কুস্তিগীরদের 'হেনস্তা'র ঘটনায় সরব হয়েছে অলিম্পক্সে সোনাজয়ী নীরজ চোপড়া থেকে সুনীল ছেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এনসিপির সভাপতি শরদ পাওয়ার-সহ সমাজের নানা ক্ষেত্রের বিশিষ্টরা ৷  সোনার মেয়েদের প্রতি এ হেন আচরণে অবাক গোটা দেশের মানুষ ৷ উল্লেখ্য, গতকাল কুস্তিগীরদের টেনেহিঁচড়ে তোলার চেষ্টা করছে দিল্লি পুলিশ। তারপর তাঁদের আটক করা হয় ৷ রাতের দিকে সাক্ষী, ভিনেশ, বজরংদের ছেড়ে দেওয়া হলেও দেশের নাম উজ্জ্বল করা ছেলে, মেয়েদের বিরুদ্ধে একাধিক ধারায় দিল্লি পুলিশ মামলা দায়ের করেছে ৷ 

গতকাল রাতেই বজরং জানান, তাঁরা যখন ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেন, তখন তাঁর বিরুদ্ধে এফআইআর করতে দিল্লি পুলিশের সাত দিন সময় লেগেছিল ৷ আর তাঁদের ক্ষেত্রে সেটা সাত ঘণ্টা যেতে না-যেতেই এফআইআর দায়ের হয়ে যায় ৷ এরপর সোমবার সকালে গতকালের প্রতিবাদ, তাঁদের আটক এবং বিরুদ্ধে এফআইআর নিয়ে কুস্তিগীর সাক্ষী মালিক বলেন, "গতকাল পরিস্থিতি খারাপ ছিল। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করতে চেয়েছিলাম কিন্তু পুলিশ তা করতে দেয়নি। যন্তর মন্তর থেকেই ব্যারিকেডিং করে দেওয়া হয়েছিল। তারা আমাদের ধাক্কা দিতে শুরু করে। আমাদের টেনে হিঁচড়ে আটক করে ৷ হাত-পা ছিঁড়ে গিয়েছে ৷ আমরা দাঙ্গা করিনি, কোনও সরকারি সম্পত্তির ক্ষতিও করিনি ৷" 

Last Updated : May 29, 2023, 1:49 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.