Rudranil on Saayoni: পালিয়ে না-বেরিয়ে ইডির মুখোমুখি হওয়া উচিত সায়নীর: রুদ্রনীল ঘোষ - সায়নীকে কটাক্ষ রুদ্রনীলের
🎬 Watch Now: Feature Video
অভিনেতা বনি সেনগুপ্তর পর এবার সায়নী ঘোষ । ইডি'র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে এই অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীকে ৷ একের পর এক অভিনেতার এহেন ইডি-র দফতরে তলবের ভিত্তিতে কী বলছেন বিরোধী দলের অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব রুদ্রনীল ঘোষ ? মতামত শুনতে বৃহস্পতিবার তাঁর বাড়িতে হাজির হয়েছিল ইটিভি ভারত ।
বিষয়টি নিয়ে রুদ্রনীল বলেন, "শুনেছিলাম সায়নীর সঙ্গে নাকি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের খুব ভালো সম্পর্ক । সেই ভালো সম্পর্কের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতেও ঘোরাঘুরি করছিল । এরপর তাঁকে কুন্তল ঘোষের একটি ফ্ল্যাট কিনে দেওয়ার কথা শুনছি । ইডি তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে । কিন্তু আশ্চর্যের কথা তারপর থেকেই আর তাঁকে নাকি পাওয়া যাচ্ছে না । একটি জনসভায় যাওয়ার কথা ছিল সেখানেও তিনি যাননি । তবে এতে অবাক হওয়ার কিছু নেই । এটাই তৃণমূলের স্টাইল । আমি চাই পালিয়ে না-বেরিয়ে সায়নী ইডি-র মুখোমুখি হয়ে সব খুলে বলুক । তারপর আবার যেভাবে উনি সবাইকে ছোট করেন যখন তখন, সেই কাজটা শুরু করুন।"