Rudranil Ghosh: রাজ্যপাল 100 শতাংশ ঠিক, রাজ্যের সাংবিধানিক প্রধানের পাশে রুদ্রনীল
🎬 Watch Now: Feature Video
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে সম্প্রতি রাজ্যের সঙ্গে সংঘাত বেঁধেছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার সময় রাজ্যের বিভিন্নপ্রান্তে হিংসা ও অশান্তির যে ঘটনা ঘটেছে তা নিয়েও বিভিন্ন সময়ে মুখ খুলেছেন রাজ্যপাল ৷ এই বিষয়গুলিকে স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তবে রাজ্যপালের ভূমিকাকে সমর্থন জানিয়েছেন, অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ৷ ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে রুদ্রনীল জানিয়েছেন, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ রাজ্যও সংবিধান মেনে চলে ৷ তাই রাজ্যপাল যা করছেন সঠিক কাজ করছেন ৷ তাঁর 100 বার অধিকার আছে সিদ্ধান্ত নেওয়ার ৷ পাশাপাশি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় এত বিপুল সংখ্যায় রাজ্য পুলিশ কেন নিয়োগ করা হচ্ছে, সেই বিষয়টি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ৷ রুদ্রনীল ঘোষের দাবি, তৃণমূলের সঙ্গে মানুষের ভালোবাসা নেই, সে কারণেই পুলিশকে কাজে লাগাচ্ছে শাসকদল ও রাজ্য সরকার ৷ মানুষের ভালোবাসা সঙ্গে থাকলে পুলিশের নিরাপত্তার প্রয়োজন হয় না বলেও কটাক্ষ করেছেন অভিনেতা ৷