Rock Python Recovered: তিস্তা ব্যারেজের অফিস থেকে উদ্ধার জোড়া রক পাইথন - Baikunthapur Forest

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jan 13, 2023, 6:36 PM IST

Updated : Feb 3, 2023, 8:38 PM IST

জোড়া রক পাইথন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল শহরে। শুক্রবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি-মহানন্দা সংলগ্ন তিস্তা ব্যারেজ (Teesta Barrage) অফিসের থেকে ওই অজগর উদ্ধার হয়। শুক্রবার ব্যারেজের অফিসের চত্বর থেকেই একসঙ্গে দু'টি অজগর উদ্ধার করেন বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের (Baikunthapur Forest) ডাবগ্রাম বনদফতরের কর্মীরা। এদিন সকালে কাজ করার সময় পরিতক্ত পাইপের ভিতরে তিস্তা ব্যারেজ কর্মীদের নজরে আসে একটি অজগর। এরপরে খবর দেওয়া হয় বনদফতরকে (Forest Department)। বনদফতরের কর্মীরা এসে একই জায়গা থেকে আরও একটি বিশাল আকৃতির অজগর উদ্ধার করেন। বনকর্মী অরিত দে জানান, এই প্রথম শিলিগুড়িতে একসঙ্গে দু'টি অজগর উদ্ধার হল। তাদের বৈকুন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। যে দুটি অজগর উদ্ধার হয়েছে সেগুলি রক পাইথন প্রজাতির। প্রাথমিকভাবে দেখে যা মনে হল এই দু'টি পাইথনই পুরুষ ৷ তিনি আরও জানান, এই এলাকায় আরও হয়তো পাইথন পাওয়া যাবে ৷ উল্লেখ্য, ফুলবাড়ি এলাকা থেকে চলতি মাসেই দু'টো পৃথক জায়গায় রক পাইথন (Rock Python) উদ্ধার হয়েছিল ৷ সেই দুটো পাইথনকেও উদ্ধার করে বৈকুন্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে ৷ 

Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.