Jewellery Robbery: ফের গয়না পালিশের নাম করে ছিনতাই, চাঞ্চল্য দুর্গাপুরে - Jewellery Robbery
🎬 Watch Now: Feature Video
অভিনব কায়দায় চুরির প্রবণতায় আতঙ্কিত শিল্পাঞ্চলবাসী (Jewellery Robbery)। সোমবার দুপুরে ফের সোনা পালিশের নাম করে চুরি । প্রায় তিন লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । দুর্গাপুর থানার বেনাচিতি সংলগ্ন গোয়েল গলি এলাকার গণেশ চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে ঘটনাটি ঘটেছে । জানা গিয়েছে, চেন পরিষ্কারের নাম করে ঘরে ঢোকে দুষ্কৃতীরা । গণেশ চৌধুরীর স্ত্রী দীপমালা চৌধুরী দু'টি সোনার চেন এবং দু'টি কানের দুল দেন পরিষ্কার করার জন্য । তারপরেই তাঁর হাতে খালি পাউডারের প্যাকেট ধরিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । খবর দেওয়া হয় দুর্গাপুর থানার পুলিশকে । দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং বাড়তি নজরদারি চালানো হবে ৷
Last Updated : Feb 3, 2023, 8:36 PM IST