রাস্তার রং সবুজ-মেরুন, শিলিগুড়ির পর দুর্গাপুরে মোহনবাগান অ্যাভিনিউ

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 6:57 PM IST

thumbnail

Mohun Bagan Avenue in Durgapur: শিলিগুড়ির পর এবার দুর্গাপুর । ফের সরণিতে মোহনবাগান । তবে এবার জয়ের সরণিতে নয়, সত্যিকারের সরণির নামকরণ হল মোহনবাগানের নামে । রবিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের এক ব্যস্ততম নতুন রাস্তার নামকরণ করা হল মোহনবাগান অ্যাভিনিউ । দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ থেকে আইকিউ সিটি যাওয়ার রাস্তাটির নব নামকরণ করা হয়েছে ৷ ঐতিহ্যের শতবর্ষ পুরনো জাতীয় ক্লাবের নামানুসারে রাস্তার নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগম প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান কবি দত্ত-সহ অন্যান্য বিশিষ্টজনেরা ।  

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার জোস ব্যারেটো । দুর্গাপুর মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে ও দুর্গাপুর নগর নিগমের সহায়তায় এই রাস্তাটির নামকরণ করা হয়েছে । দুর্গাপুরের সঙ্গে মোহনবাগান ক্লাবের যোগাযোগ পুরানো । এই শহরেই সেলের সঙ্গে যৌথ উদ্যোগে ফুটবল অ্যাকাডেমি গড়েছিল মোহনবাগান । প্রয়াত সচিব অঞ্জন মিত্রের স্বপ্নের প্রকল্প ছিল এই অ্যাকাডেমি । এখন সেসব অতীত । বর্তমান সচিব দেবাশিস দত্ত মোহনবাগান অ্যাকাডেমির উদ্বোধনে এসে জানান, ভবিষ্যতে ক্লাব নিজের নামে অ্যাকাডেমি করবে দুর্গাপুরে । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোস ব্যারেটোর কথায়, ভারতে তাঁর প্রথম ক্লাব মোহনবাগান । ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত । তাঁকে এদিন সংবর্ধিতও করা হয় ।

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.