High Tension Wire Issue: গ্রামের মধ্যে দিয়ে যাবে ডিভিসি'র হাইটেনশন তার, প্রতিবাদে বাঁকুড়ার গ্রামে বিক্ষোভ - বাঁকুড়ার গ্রামে বিক্ষোভ
🎬 Watch Now: Feature Video
বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত নন্দনপুর ও আরি গ্রামের ঠিক পাশেই অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের অন্তর্গত মিডিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। একেই বছরভর এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত ছাইয়ের জেরে কৃষকদের জমি চাষের অযোগ্য তো হয়ে পড়েছে ৷ তার উপর আরও বিপত্তি দানা বাঁধলো হাইটেনশন তার নিয়ে ৷ ডিভিসি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত হাইটেনশন তার গ্রামের মধ্যে দিয়ে যাবে । এই বিষয়টি নিয়ে গ্রামবাসীরা আপত্তি জানিয়ে পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সুরাহা মেলেনি ৷ ইতিমধ্যেই হাইটেনশন তার নিয়ে যাওয়ার কাজও শুরু হয়েছে ৷ তারপরেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান (Road block at Bankura village over high tension wire issue) ৷ বাধ্য হয়ে কোন সুরাহা না মেলায় গ্রামীণ সড়ক অবরোধ করে গ্রামবাসীরা । গ্রামবাসীদের দাবি, এই হাইটেনশন তার গ্রামের মধ্যে দিয়ে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাদের এমনকী জীবন হানিরও আশঙ্কা আছে বলেও তারা জানান । যতক্ষণ না দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত থেকে পিছু হটছে ততক্ষণ পর্যন্ত তাদের এই বিক্ষোভ চলবে।