Ritabhari Chakraborty: 'ফাটাফাটি'তে ওজন বাড়িয়েছিলেন, মেদ ঝরিয়ে জিতুর সঙ্গে জুটি বাঁধলেন ঋতাভরী - আপনজন ছবির শুভ মহরত
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18370782-thumbnail-16x9-ritabharinewpic.jpg)
নিজের শর্তে ভালো থাকা ও বেঁচে থাকার মূল মন্ত্র মেনে নিয়ে এগিয়ে চলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী ৷ তিনি বং ক্রাশ ৷ বেশ কিছুটা সময় শারীরিক অসুস্থতার জন্য বিরতি নিয়েছিলেন কাজ থেকে ৷ আবার তিনি ফিরে এসেছেন ফুলদমে ৷ অরিত্র মুখোপাধ্যায়ের 'ফাটাফাটি' ছবি দিয়ে প্রথাভাঙার গল্প নিয়ে হাজির ঋতাভরী ৷ শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত 'ফাটাফাটি' মুক্তির অপেক্ষায় ৷ পাশাপাশি হাত দিয়েছেন নতুন একটি কাজে ৷ শুরু হতে চলেছে অংশুমান প্রত্যুষের 'আপনজন' ৷ প্রথমবার এই ছবির হাত ধরে পর্দায় জুটি বাঁধতে চলেছেন জিতু কমল ও ঋতাভরী ৷ ছবির নাম আপনজন ৷ এই ছবির প্রযোজনা করতে চলেছে এসকে মুভিজ। ছবির গল্পে ফুটে উঠবে দুই সিঙ্গল পেরেন্টের গল্প। এই ছবিতে ঋতাভরী এবং জিতু ছাড়াও দেখা যাবে পায়েল সরকারকে। তিনি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন এখানে। এছাড়া আছে দুই শিশুশিল্পী, বিলাস এবং উদিতা। খুব শীঘ্রই লন্ডনে পাড়ি দেবে ছবির টিম। ছবিতে একজন সিঙ্গল মাদারের চরিত্রে দেখা যাবে ঋতাভরীকে। তাঁর চরিত্রের নাম রূপা। ইটিভি ভারতের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন রূপার সঙ্গে নিজের মা শতরূপার অনেক মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রী। 'আপনজন' ছবির মহরতে মনের কথা শেয়ার করেছেন অভিনেত্রী ঋতাভরী ৷