দেশে আরও এক কোম্পানির বৈদ্যুতিক বাইক, বাজারে আসছে মার্চেই - বৈদ্যুতিক বাইক
🎬 Watch Now: Feature Video
Published : Jan 9, 2024, 10:49 PM IST
|Updated : Jan 10, 2024, 9:40 AM IST
RAPTEE Electric Bike: রবিবার চেন্নাইয়ের নন্দামবাক্কামের চেন্নাই ট্রেড সেন্টারে গ্লোবাল ইনভেস্টর মিট 2024-এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এই বাণিজ্য সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ৷ উপস্থিত ছিলেন আমেরিকা, ফ্রান্স ও জাপান-সহ 35টি দেশের প্রতিনিধিরাও ৷
এই সম্মেলনে বিভিন্ন দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্য় নিয়ে উপস্থিত হয়েছিল ৷ এই সমস্ত পণ্যগুলির মাধ্যমে জনসাধরণের দৃষ্টি আকর্ষণই উদ্দেশ্য ছিল ৷ এইরকমই ব়্যাপটি (RAPTEE) কোম্পানি তাদের ইলেকট্রিক বাইক নিয়ে উপস্থিত হয়েছিল ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 2024 সালের মার্চ মাসে এই বাইক বাজারে আসছে ৷ এটি ইলেকট্রিক বাইক ৷ আগ্রহী ক্রেতারা জুন মাস থেকে সেটি কিনতে পারবেন ৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, 250 সিসির এই বাইক ইলেকট্রিক বাইক হলেও পেট্রল বাইকের মতোই মাইলেজ দেবে ৷ প্রায় চার বছর ধরে পরিশ্রম করে সংস্থার ইঞ্জিনিয়াররা এই বাইক প্রস্তুত করেছেন ৷ বাইকের ডিজাইন দেখে বোঝার উপায় নেই সেটি ইলেকট্রিক ৷ বাইকটি চার্জ দিলেই হবে ৷ কোনও জ্বালানির দরকার নেই ৷ তরুণদের আকৃষ্ট করতে এই টু-হুইলারে বিভিন্ন বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।