মরু শহরে গেরুয়া ঝড়! দিকে দিকে বিজেপি কর্মীদের উল্লাস - চারিদিকে বিজেপি কর্মীদের উল্লাস

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 12:27 PM IST

Updated : Dec 3, 2023, 12:59 PM IST

Rajasthan Assembly Election Result 2023: চাররাজ্যের ভোট গণনা চলছে ৷ মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড়ে চলছে মসনদে বসার লড়াই ৷ রাজস্থানে কার্যত সাফ কংগ্রেস। সকাল থেকে এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিজেপি এগিয়ে রয়েছে রাজস্থানে ৷ কংগ্রেসের সরকারের পাশা বদলে সরকার রাজ্য়ে সরকার গঠনের পথে এগোচ্ছে বিজেপি। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে উৎযাপন। রয়েছে উৎসবের মেজাজ। গেরুয়া আবির, আতসবাজি, মিষ্টিমুখে চলছে উচ্ছ্বাস প্রকাশ। আপাতত শতাধিক আসন পার বিজেপির ৷ সেদিকে 72টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস ৷ রাজস্থানের জয়পুরে কেন্দ্রীয় মন্ত্রী,গজেন্দ্র সিং বলছেন, জনগণের ওপর আস্থা রয়েছে ৷ বিজেপি সরকার গঠন করবে ৷ এদিকে, মুখ্যমন্ত্রী অশোক গেহলত, টিকরাম জুলি, ব্রিজেন্দ্র ওলা, বিশ্বেন্দ্র সিং, মহেন্দ্র জিৎ সিং মালভিয়া কংগ্রেস প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন যেখানে সংসদীয় বিষয়ক মন্ত্রী শান্তি ধারিওয়াল এবং বিধানসভার স্পিকার সিপি জোশী পিছিয়ে রয়েছেন। রাজস্থানের মতো জমজমাট পদ্ম শিবিরের সেলিব্রেশনে মেতেছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ও ৷ ব্যতিক্রম তেলেঙ্গানা। 10 বছর পর তেলেঙ্গানায় ক্ষমতা হারাতে চলেছে বিআরএস। তেলেঙ্গানায় প্রথমবার জয়ের পথে কংগ্রেস শিবির। 

Last Updated : Dec 3, 2023, 12:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.