Rahul Gandhi: স্বর্ণমন্দিরে দ্বিতীয় দিনেও 'সেবা'য় মগ্ন রাহুল - অমৃতসরে রাহুল গান্ধি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/03-10-2023/640-480-19669312-thumbnail-16x9-rahul.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Oct 3, 2023, 2:53 PM IST
দু'দিনের অমৃতসর সফরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ সোমবার স্বর্ণমন্দিরে প্রার্থনা করেন ৷ ভক্তদের ব্যবহার করা জল ও বাটি পরিষ্কার করে 'সেবা' (স্বেচ্ছাসেবা) করেন ৷ মাথায় নীল স্কার্ফ পরে প্রাক্তন কংগ্রেস প্রধান স্বর্ণমন্দিরের গর্ভগৃহে প্রণাম করেন ৷ তিনি শিখদের সর্বোচ্চ অস্থায়ী আসন অকাল তখতেও গিয়েছিলেন ৷ সেখানে কিছু সময় কাটিয়ে স্থানীয় একটি হোটেলে যান ৷ তারপর রাত 8টার দিকে ফিরে আসেন ৷ সেখানে আগত ভক্তদের জল পরিবেশন করেন ৷ এই সময় বেশ কয়েকজন ভক্তকে মোবাইলে ছবি ও ভিডিয়ো ক্যামেরাবন্দি করতে দেখা গিয়েছে ৷ রাহুল গান্ধির সঙ্গে করমর্দন করেন এক মহিল ভক্ত ৷
'সেবা' করার পর, রাহুল গান্ধি আবার গর্ভগৃহে যান এবং সেখানে 'শব্দ কীর্তন' (ধর্মীয় স্তোত্র) শোনেন । পরে তিনি 'পালকি সেবা'-এর ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠানে অংশ নেন ৷ গর্ভগৃহের বাইরে তাঁকে স্টিলের গ্রিল পরিষ্কার করতেও দেখা গিয়েছে ৷ 15 মিনিট সময় এখানে কাটিয়ে রাত 10টা 40 মিনিট নাগাদ তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা হন ৷ আগের দিন, পঞ্জাব কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং রাজা ওয়ারিং এক্স-এ (টুইটার) একটি পোস্টে বলেছিলেন যে রাহুল গান্ধি স্বর্ণমন্দিরে ব্যক্তিগত সফরে রয়েছেন ৷