Rahul Gandhi: তেলেঙ্গানায় ভোট প্রচারে ধোসা বানালেন রাহুল, দেখুন ভিডিয়ো - Rahul Gandhi Cooks Dosa

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 9:32 PM IST

Updated : Oct 20, 2023, 9:48 PM IST

আগামী 30 নভেন্বর বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় ৷ এই উপলক্ষে বুধবার তিনদিনের নির্বাচনী প্রচারে তেলেঙ্গানায় এসেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ শুক্রবার ছিল তাঁর এই দফার তেলেঙ্গানা সফরের শেষ দিন ৷ এদিন জনসংযোগ করতে গিয়ে ধোসা বানাতে দেখা গেল রাহুলকে ৷ পাশাপাশি, তাঁর পরিচিত ভঙ্গিতে এদিন সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেছেন তিনি ৷ তেলেঙ্গানায় প্রচারের জন্য এবার বাস যাত্রাকে বেছে নিয়েছ্ন রাহুল ৷ সেই বাসযাত্রার ফাঁকেই এদিন রাস্তার ধারের একটি ধোসা দোকানে গিয়ে, সেখানে দক্ষিণী এই পদ রান্না করেন ওয়ানাডের সাংসদ রাহুল ৷ এই বিজয়ভেরি বাস যাত্রায় অংশ নিয়ে এদিন প্রথমে নিজামাবাদ ও করিমনগরে যান রাহুল ৷ সেখানে থেকে তিনি জাগতিয়ালের উদ্দেশ্যে রওনা হন ৷

সেখানে যাওয়ার পথে এদিন নুকাপল্লিতে দাঁড়ায় রাহুলের বাস ৷ সেখান থেকে নেমে তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে ৷ রাহুলকে কাছে পেয়ে খুশি স্থানীয়রাও ৷ এদিন বাচ্চাদের সঙ্গে কথা বলেন রাহুল, দেন চকলেট ৷ এরপরেই একটি দোকানে যান রাহুল ৷ সেখানে ধোসা বানাতে দেখা যায় তাঁকে ৷ দোকান মালিকের থেকে তিনি তাঁর আয় ও ব্যয়ের বিষয়ে জানেন ৷ রাহুল গান্ধিকে কাছে পেয়ে এদিন তাঁর সঙ্গে সেলফিও তোলেন স্থানীয়রা ৷

Last Updated : Oct 20, 2023, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.