Rafiyath Rashid Mithila: লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্ত্বা হয়ে এপার বাংলায় 'ডেবিউ' মিথিলার, জানালেন অভিজ্ঞতা - Rafiyath Rashid Mithila maya
🎬 Watch Now: Feature Video
এপার বাংলায় ডেবিউ করতে চলেছেন ওপার বাংলার অভিনেত্রী। রাজর্ষি দে পরিচালিত ছবিতে অন্য ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ অবলম্বনে বড়পর্দায় প্রথমবার তৈরি হয়েছে ছবি । এর আগে অনিবার্ণ ভট্টাচার্যের পরিচালনায় মন্দার দেখেছেন দর্শক। সেই গল্পও তৈরি হয়েছে ম্যাকবেথকে অবলম্বন করেই। কিন্তু তা মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে।
স্বাভাবিক ভাবেই সেলুলয়েডের পর্দায় 'মায়া' দেখার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন দর্শক। 'মায়া' ছবিতে লেডি ম্যাকবেথের দ্বিতীয় সত্ত্বা হিসেবে ধরা দিয়েছেন রশিদ মিথিলা । লেডি ম্যাকবেথের বিভিন্ন বয়স ফুটিয়ে তুলেছেন তিনি। ছবি ঘিরে নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি । রাজর্ষি দে'র 'মায়া' এ পার বাংলায় মিথিলার প্রথম ছবি। কেমন ছিল পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাও জানিয়েছেন খোলাখুলি ।
তবে শুধু মায়া নয়, এপার বাংলায় হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি । আসছে অনির্বাণ চক্রবর্তীর সঙ্গে 'ও অভাগী', অর্ণব মিদ্যার সঙ্গে 'মেঘলা'। আসছে আরও অনেক কাজ। পাশাপাশি ইটিভি ভারতের প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎকারে উঠে এল অন্য কাজের প্রসঙ্গ । উঠে এসেছে সৃজিতের সঙ্গে কাজ করার প্রসঙ্গও । কী বলেছেন তিনি শুনে নেওয়া যাক ।