Mir Afsar Ali:'মানুষকে ভাগ করার উদ্যোগে বিশ্বাসী নই', রাজ্যভাগ প্রসঙ্গে বললে ন মীর - বাংলা ভাগ ইস্যু
🎬 Watch Now: Feature Video
"মানুষকে ভাগ করতে যে উদ্যোগ নেওয়া হয় তাতে আমি বিশ্বাসী নই ।" উত্তরবঙ্গকে ভাগ করে আলাদা রাজ্য তৈরির প্রসঙ্গে যে বিতর্ক চলছে, সে প্রসঙ্গে এই মন্তব্যই করলেন বেতার শিল্পী মীর আফসার আলি (radio artist Mir speaks on bengal partition issue) ৷ সোমবার জলপাইগুড়িতে এক বেসরকারি কলেজের অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীর (Mir Afsar Ali) বলেন, "আমি বাউন্ডারিতে বিশ্বাসী নই । কার কী দাবি আছে, তাদের ব্যক্তিগত বিষয় । মানুষকে ভাগ করতে উদ্যোগ নেওয়াতে আমি বিশ্বাসী নই । আমরা সবাই এক । যতটা একসঙ্গে থাকা হয় ততই ভালো । উত্তরবঙ্গ বঞ্চিত আগেও শুনেছি । আমরা উড়ে এসে মন্তব্য করব । এটা ঠিক হবে না । এখানকার সমস্যা নিয়ে কথা বলতে হলে এখানে থেকে সমস্যা বুঝে মন্তব্য করা উচিত।"
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST