Rabindra Jayanti: রবীন্দ্রজয়ন্তীতে মাতোয়ারা বর্ধমান, কচিকাঁচাদের ভিড়ে রঙিন কার্জন গেট
🎬 Watch Now: Feature Video
আজ 25 বৈশাখে নানা অনুষ্ঠানে রবীন্দ্রজয়ন্তী পালিত হচ্ছে রাজ্যবাসী ৷ পূর্ব বর্ধমানেও ভোর হতে না-হতেই শহরের বিভিন্ন জায়গায় প্রভাতফেরী, অনুষ্ঠান শুরু হয় ৷ শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে ছন্দম-এর পক্ষ থেকে কবিপ্রণাম অনুষ্ঠান করে ৷ সাধারণত সকালের দিকে শহরের রাস্তা কিছুটা হলেও ফাঁকা থাকে ৷ কার্জন গেট চত্বরে পাইকারি সবজি ও ফলের বাজার বসে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জায়গাটি ফাঁকা হয়ে যায় ৷ যানচলাচল শুরু হয় ৷ তবে আজ পরিবেশটা একেবারে অন্যরকম ৷ সকালের দিকে আকাশ কিছুটা মেঘলাই ছিল ।
কার্জন গেট এলাকায় 'আকাশ ভরা সূর্য তারা', 'মোর বীণা ওঠে কোন সুরে বাজে', আরও সব রবীন্দ্রসঙ্গীতে মুখরিত হয়ে উঠেছে ৷ সেই সুরে কার্জন গেটকে পিছনে রেখে রাস্তা থেকে কিছুটা দূরত্বে কচিকাঁচারা নৃত্য পরিবেশন করছে ৷ রঙ-বেরঙের শাড়িতে সেই সব রবীন্দ্রনৃত্য দেখতে ভিড় জমিয়েছেন পথচলতি মানুষ ৷ অনেকেই আবার সেই সময় প্রাতঃভ্রমণ শেষ করে চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন ৷ কেউবা বাড়ির পথে । তারাও এদিন কিছুক্ষণের জন্য হলেও সামিল হন রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে ৷ শুধু তাই নয়, হলুদ শাড়ি, লাল হলুদ ফুলের খোঁপায় কচিকাঁচাদের প্রভাতফেরিতে অন্য রূপে সেজে ওঠে কার্জন গেট চত্বর ৷ প্রতিদিনের চেনা কার্জন গেট চত্বর রবীন্দ্রজয়ন্তীর দৌলতে আজ অচেনা এক দেশ ৷