Python Recovered বিশালাকার রক পাইথন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায় - বিশালাকার রক পাইথন উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পুরুলিয়ায়
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16128006-thumbnail-3x2-python.jpg)
বুধবার সকালে পুরুলিয়ার টামনা থানার (Tamna Police in Purulia) চাকলতোড় গ্রামের আঁধারি কচা এলাকায় স্থানীয়রা দেখতে পান এক বিশালাকার পাইথন (Python) ৷ এর পরেই খবর দেওয়া হয় কংসাবতী উত্তর বন বিভাগের পুরুলিয়া 1 নম্বর বিটের আধিকারিক কাশীনাথ সেনকে। কিছুক্ষণের মধ্যেই তিনি আরও লোকজনকে নিয়ে ঘটনাস্থলে এসে ওই রক পাইথনকটিকে উদ্ধার করেন। তিনি জানান, উদ্ধার হওয়া ওই সাপটির ওজন 25 কেজি। লম্বায় প্রায় 8 ফুট। প্রাথমিক নজরদারির পর সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে (Python Recovered at Tamna)।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST