Cloud Burst: আচমকা মেঘ ভাঙা বৃষ্টি, বিপর্যস্ত কালিম্পঙের জনজীবন - Cloud Burst in north bengal
🎬 Watch Now: Feature Video
হঠাৎ মেঘ ভাঙা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি কালিম্পং শহরে ৷ মঙ্গলবার ঘণ্টাখানেকের তুমুল বৃষ্টিতে জলমগ্ন হয়ে যায় কালিম্পং ৷ বিপর্যস্ত হয় জনজীবন ৷ রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় কালিম্পং বাজার ও ডম্বর চক এলাকায় ৷ এক ঘণ্টার মেঘভাঙা বৃষ্টিতে বাজার এলাকার বিভিন্ন দোকান, মন্দির, অফিস কার্যালয়ে জল জমে যায় ৷ পরিস্থিতি ক্রমশই খারাপ হতে থাকায় রাতেই ময়দানে নামে কালিম্পং পৌরসভার কর্মীরা । কালিম্পং পৌরসভার ভাইস চেয়ারম্যান রবি প্রধান বৃষ্টি কবলিত এলাকা পরিদর্শনে যান । বন্যা পরিস্থিতিতে রাতেই বেশ কয়েকটি বাড়ি খালি করা হয় । বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে । জলমগ্ন হয়ে শহরের মূল রাস্তা নদীর আকার ধারণ করে । জলের স্রোতে ভেসে যেতে দেখা যায় দু’চাকার গাড়িও । বড়সড় বিপদ যাতে না ঘটে রাতেই নিকাশির মাধ্যমে শহরের জল বের করতে শুরু করেন পৌরসভার কর্মীরা ৷
এদিকে বুধবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল । এখন তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ৷ সেটি আজ রাজ্যের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ এর ফলে গাঙ্গেয় উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷