Protest in Kolkata: দিল্লিতে কুস্তিগিরদের উপর পুলিশি হেনস্থার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ - কলকাতায় প্রতিবাদ মিছিল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 29, 2023, 10:46 PM IST

রবিবার নয়াদিল্লিতে নয়া সংসদ ভবন উদ্বোধনের দিন দেশের গৌরব মহিলা কুস্তিগিরদের উপর রাষ্ট্রশক্তির দমন-পীড়ন দেখেছেন সকলে ৷ ঘটনার প্রতিবাদে মুখর হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ যে সাক্ষী মালিক, ভীনেশ ফোগত, সঙ্গীতা ফোগত, বজরং পুনিয়ারা বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করে পদক নিয়ে এসেছেন, তাঁদের সঙ্গে এরকম ব্যবহার কেন; সেই প্রশ্ন উঠছে ৷ রাগে ফেটে পড়ে সমাজিক মাধ্যমে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই ৷ সমাজের সর্বস্তর থেকে উঠতে শুরু করেছে প্রশ্ন, এটাই কী প্রাপ্য ছিল এই কুস্তিগীরদের ৷ ধর্ষণের অভিযোগ তুলে ন্যায়বিচার চেয়ে গত এক মাস ধরে যাঁরা পথে নেমে আন্দোলন, ধরনা করছেন, সরকার কেন তাঁদের সঙ্গে আলোচনার রাস্তায় হাঁটছে না ? কেন কুস্তি ফেডারেশনের অভিযুক্ত প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, উঠছে সেই প্রশ্নও ৷ সোমবার সকালে এই ঘটনার প্রতিবাদে ও কুস্তিগীরদের পাশে দাঁড়িয়ে কলকাতার একাধিক যায়গায় বিক্ষোভ প্রদর্শন হয় ৷ ঘটনার নিন্দা করে রাজভবন অভিযান করে এসইউসিআই । তবে সেখানে পুলিশি বাধার সম্মুখীন হন তারা । বেশ কিছু কর্মীকে আটক করা হয় । যাদবপুর, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্য আরেকটি ছাত্র সংগঠও এই ঘটনার তীব্র নিন্দা করে মিছিল করে এদিন ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.