Dengue: দত্তপুকুর বাজারে ডেঙ্গি নির্মূলে তৈরি প্রতিরোধ বাহিনী - Dengue Prevention Force
🎬 Watch Now: Feature Video
দিন দিন বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ ৷ দত্তপুকুরে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 23 ৷ দত্তপুকুর-সহ অশোকনগর, দেগঙ্গা ও বারাসত ডেঙ্গি রোগীর সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে ৷ এবার ডেঙ্গি সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হল ৷ বারাসত ব্লক ওয়ানের দত্তপুকুর বাজারে ডেঙ্গি থেকে মুক্তি পেতে গড়ে তোলা হয়েছে প্রতিরোধ বাহিনী (Dengue Prevention Force) ৷ এদের কাজ হল মানুষের মধ্যে ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়ানো ৷ যততত্র ময়লা আবর্জনার স্তূপ তৈরি না করা ৷ জল-নিকাশি ব্যবস্থা ঠিক রাখা ৷
Last Updated : Feb 3, 2023, 8:32 PM IST