thumbnail

By

Published : Jul 8, 2023, 4:39 PM IST

ETV Bharat / Videos

Panchayat Elections 2023: অন্তঃসত্ত্বা কংগ্রেস প্রার্থীকে ধাক্কা ! ছাপ্পা ভোটের অভিযোগে নির্বাচন বন্ধ ধূপগুড়িতে

পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকেই জেলায় জেলায় প্রাণহানি, রক্তপাত, গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে চলেছে ৷ কোথাও চলে দেদার ছাপ্পা ভোট আবার কোথাও দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যালট বাক্স লুটের অভিযোগও উঠল ৷ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের সোনাখালি 15/111 নং বুথের ছবিটাও একইরকম ৷ কংগ্রেস প্রার্থী সাহানা ইয়াসমিন অভিযোগ করে বলেছেন, সকাল থেকে শান্তুপূর্ণ প্রক্রিয়ায় ভোটগ্রহণ পর্ব চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভোটগ্রহণ কেন্দ্রে ঝামেলা শুরু করে ৷ বেশ কয়েকজন মিলে মহিলাদের উপর আক্রমণ করে বলেও অভিযোগ ৷ অভিযোগ ওঠে ছাপ্পা ভোট দেওয়ারও ৷ জানা গিয়েছে, কংগ্রেস প্রার্থীর স্বামীকে বেধড়ক মারধর করা হয়েছে। ছিঁড়ে দেওয়া হয়েছে জামা । ছিঁড়ে দেওয়া হয়েছে ব্যালট পেপারও । ঘটনার জেরে দীর্ঘক্ষণ ধরে এই বুথে ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে । কংগ্রেস প্রার্থী সাহানা বলেন, "সকাল থেকে কোনও পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী এলাকায় ছিল না ৷ মাত্র দু'জন পুলিশকর্মী ছিলেন ৷ প্রথম থেকেই ঝামেলা করার চেষ্টা চালাচ্ছিলেন তৃণমূল সমর্থকরা ৷ এরপর আমার ভাসুরের মেয়ের উপরে 15-20 জন পুরুষ ঝাপিয়ে পড়ে ৷ আমি অন্তঃসত্ত্বা ৷ আমাকে ধাক্কা মারে ৷ ভোটগ্রহণ বন্ধ রয়েছে ৷ আমরা চাই আজ ভোট বন্ধ থাকুক ৷ আগামিকাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষ বলয়ে পুনরায় ভোট গ্রহণ হোক ৷" অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের পোলিং এজেন্ট মণিরুল ইসলাম ৷ তাঁর দাবি, কংগ্রেস প্রথমে অশান্তি সৃষ্টি করেছে । 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.