Road Safety Week: পথ নিরাপত্তা সপ্তাহ পালন রায়গঞ্জে, দুর্ঘটনা কমাতে পুলিশি অভিযান - পথ নিরাপত্তা সপ্তাহ

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 11, 2023, 8:34 AM IST

Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ট্রাফিক দফতরের পক্ষ থেকে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে পথ নিরাপত্তা সপ্তাহ (Road Safety Week)। নিয়ম অনুসারে হেলমেট মাথায় দিয়ে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি না-চালানো, গাড়ি চালানোর সময় সিট ব্লেট লাগানো বাধ্যতামূলক । কিন্তু অনেকেই এসব মানতে চান না । গাড়ি চালকদের এই বিষয়গুলি সম্পর্কে নতুন করে সচেতন করছে ট্রাফিক পুলিশ (road safety week at Raiganj) । ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলা জুড়ে এই সচেতনতা প্রচারভিযান শুরু করেছে । শুক্রবার রায়গঞ্জে ঘড়ি মোড়-সহ শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ এবং ট্রাফিক পুলিশ যৌথ অভিযান নামে । নিয়ম না-মেনে দ্রুত গতিতে মোটরবাইক চালানো, মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোর অভিযোগে কয়েকজন চালককে পুলিশ আটক করে জরিমানা করে। ট্রাফিক পুলিশ আধিকারিকের দাবি, দুর্ঘটনার সংখ্য়া কমিয়ে আনতেই এই অভিযান । রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি (ট্রাফিক) লিয়ং তামাং জানিয়েছেন, ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন না মেনে বাইক ও গাড়ি চালানোর সময়ও দুর্ঘটনা ঘটে ৷  তা রোধ করতেই শুরু হয়েছে স্পেশাল চেকিং ৷ শুরু করা হয়েছে। আগামী দিনেও এই অভিযান আমাদের চলবে। 

Last Updated : Feb 14, 2023, 11:34 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.