Operation PRAYAS by Police হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধর করে ফেরত দিল পুলিশ - মুর্শিদাবাদ পুলিশের অপারেশন প্রয়াস
🎬 Watch Now: Feature Video
স্বাধীনতা দিবসের উপহার ৷ হারিয়ে যাওয়া 50টি মোবাইল ফোন ফেরত দিল মুর্শিদাবাদ পুলিশ ৷ যার মধ্যে রয়েছে একটি আইফোনও ৷ অপারেশন প্রায়াস-এ হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে পুলিশ (Police Return Lost 50 Mobiles)৷ 5 দফায় 10 হাজার মোবাইল ফোন উদ্ধার করছে মুর্শিদাবাদ পুলিশ ৷ সোমবার এই মোবাইল ফোনগুলি নির্দিষ্ট মালিকের হাতে তুলে দেন জঙ্গিপুর পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে।
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST