Gold Smuggling in Nadia: পাচারের আগেই নদিয়ায় উদ্ধার 3 কোটি টাকার সোনা, গ্রেফতার 2

🎬 Watch Now: Feature Video

thumbnail
তদন্তে নেমে দুই যুবককে আটক করে প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার সোনা উদ্ধার করল পুলিশ (Gold Smuggling in Nadia)। নদিয়ার ভীমপুর থানার মাঝদিয়া এলাকার ঘটনা । সূত্রের খবর, ভীমপুর (Nadia news) থানার পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই গোপন সূত্রে খবর ছিল যে, মাঝদিয়া এলাকা দিয়ে বেআইনিভাবে চোরাচালানকারীরা সোনা পাচার করছে । সেইমতো গতকাল রাতে ভীমপুর থানার পুলিশ মাঝদিয়া স্টেশন সংলগ্ন এলাকায় সন্দেহ হওয়ায় 2 যুবককে আটক করে । তাদের ব্যাগে তল্লাশি চালানোর পর প্রায় আড়াই কিলো সোনা উদ্ধার হয় । যার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই থেকে তিন কোটি টাকা (Gold worth Rs 3 crore)। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃত 2 যুবকের নাম বরুণ হালদার এবং প্রদীপ হালদার । তাদের বাড়ি নদিয়ার শিমুলিয়া এলাকায় । প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক বাংলাদেশ থেকে সীমান্ত পার করে ওই সোনা বিভিন্ন জায়গায় পাচার করত । আজ তাদের ভীমপুর থানার পুলিশের তরফ থেকে কৃষ্ণনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হয় । পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে এই পাচারচক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না ।
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.