PM Narendra Modi: গুয়াহাটিতে মেগা বিহু নাচ, সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী - বিহু নাচের সাক্ষী হলেন প্রধানমন্ত্রী
🎬 Watch Now: Feature Video
শুক্রবার গুয়াহাটির সারুসাজাই স্টেডিয়ামে মেগা বিহু নৃত্য প্রদর্শনীর সাক্ষী থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এগারো হাজারেরও বেশি বিহু শিল্পী এদিনের অনুষ্ঠানে যোগ দেন ৷ শনিবার অসমীয়া নববর্ষের সূচনা ৷ তার আগে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অসমীয়া নববর্ষের একটি গুরুত্বপূর্ণ অংশ হল এই বিহু নাচ বা রঙালি বিহু ৷ উল্লেখ্য, বৃহস্পতিবারই সারুসাজাই স্টেডিয়ামে বিশেষ বিহু নাচের আয়োজন করা হয়েছিল ৷ 11 হাজার 304 জন নৃত্যশিল্পী সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন ৷
এদিনের অনুষ্ঠানে একটি লেজার শো-এরও আয়োজন করা হয় ৷ এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ৷ এদিনের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি জানান, অসম এখন ভারতের প্রথম সারির রাজ্য হয়ে উঠেছে ৷ এখানে এইমসও তৈরি হয়েছে ৷ এদিনের অনুষ্ঠানে থাকতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ এই স্টেডিয়ামে যোগ দিতে আসার সময় এদিন একটি রোড-শোও করেন প্রধানমন্ত্রী ৷ অনুষ্ঠানে থেকে বিহু নাচের সময় হাততালি দিতেও দেখা যায় তাঁকে ৷