Phensedyl Syrup Recovered: প্রায় 8 লক্ষ মূল্যের নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হরিরামপুরে - নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার হরিরামপুরে
🎬 Watch Now: Feature Video
দু'টি বাসের ছাদ থেকে প্রায় 4 হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বা ফেনসিডিল উদ্ধার করল পুলিশ (Phensedyl Syrup Recovered from two Buses)। বুধবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ট্রাফিক ইউনিটের অন্তর্গত মেহেন্দি পাড়া নাকা পয়েন্টে অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই কাশির সিরাপগুলির মোট মূল্য 8 লক্ষেরও অধিক ৷ পরে পুলিশ ওই দু'টি বাস-সহ উদ্ধার হওয়া নিষিদ্ধ ফেনসিডিলের বোতলগুলি বাজেয়াপ্ত করেছে ৷ তবে এই ঘটনায় কেউ এখনও গ্রেফতার হয়নি । তদন্তে নেমেছে হরিরামপুর থানার পুলিশ (Harirampur Police Station)।
Last Updated : Feb 3, 2023, 8:31 PM IST