সকাল হতেই ভিড় আর্মেনিয়াম-বাবুঘাটের লঞ্চ জেটিতে, হাওড়া থেকে ব্রিগেডমুখী মানুষ - west Bengal
🎬 Watch Now: Feature Video
Published : Jan 7, 2024, 11:41 AM IST
Insaaf Brigade DYFI: রবিবার সকাল হতেই হাওড়া স্টেশন সংলগ্ন রাস্তায় ভিড় বাম কর্মী ও সমর্থকদের ৷ হাওড়া স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন ৷ আবার কেউ বা লঞ্চ ধরে গঙ্গা পার হবেন বলে ফেরিঘাটে অপেক্ষা করছেন ৷ এদিন সকালে হাওড়া সংলগ্ন এলাকায় উপস্থিত কর্মীদের গন্তব্য কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ৷
হাওড়া থেকে মূল মিছিল বেরতে বাকি ৷ তার আগেই লঞ্চঘাটে বেশিরভাগ কর্মীদের ভিড় চোখে পড়ার মতো ৷ মালদা থেকে আসা হৃদয় কর্মকার বলেন, "আমরা ভোর চারটেয় হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি ৷ এখন ব্রিগেডে যাচ্ছি ৷ ডিওয়াইএফআই-এর ডাকে আমরা ব্রিগেডের কর্মসূচিতে যাচ্ছি ৷" প্রায় সাত হাজার কর্মী মালদা থেকে ব্রিগেডে এসেছেন বলে জানালেন হৃদয় ৷
তিনি আরও বলেন, "বেকাররা শিক্ষিত হয়েও চাকরি পাচ্ছে না ৷ রাজ্য সরকার এদিকে ভ্রূক্ষেপ করছে না ৷ এদিকে টেটের পর টেট হচ্ছে ৷ কিন্তু নিয়োগ হচ্ছে না ৷ এই দাবিতে আমরা আজ ব্রিগেডে যাচ্ছি ৷" সকালে লঞ্চ পরিষেবা চালু হতেই হাওড়া থেকে আর্মেনিয়াম, বাবুঘাটের লঞ্চ জেটিতে ভিড় ক্রমশই বাড়ছে বলেই জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ ৷