Joka-Taratala Metro: জোকা-তারাতলা মেট্রোর চাকা গড়াল, ইটিভি ভারতের ক্যামেরায় ধরা পড়ল উচ্ছ্বাসের ছবি - জোকা তারাতলা মেট্রোর চাকা গড়াল
🎬 Watch Now: Feature Video
শুক্রবার জোকা-তারাতলা রুটে মেট্রো পরিষেবারও (Joka Taratala Metro Service) পথচলা শুরু হল মোদির হাতে ৷ জোকা-তারাতলা মেট্রো পরিষেবা শুরু হলে কলকাতার সঙ্গে শহরতলির সরাসরি যোগাযোগ আরও সহজ ও পোক্ত হবে ৷ প্রধানমন্ত্রী ফ্ল্যাগ অফ করার পরেই তারাতলার উদ্দেশে যাত্রা শুরু করে মেট্রো । রেলওয়ে বোর্ড এই রুটে যাতায়াতের জন্য ভাড়ার কাঠামো অনুমোদন করেছেন । ন্যূনতম ভাড়া হবে 5 টাকা এবং সর্বোচ্চ ভাড়া হবে 20 টাকা ।
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST