Viral Video: ভিড়ের ঠেলা! টয়লেট যেতে সিটবেল্ট ধরে হামাগুড়ি রেলের কামরায়; দেখুন ভিডিয়ো... - ভিডিয়ো ভাইরাল

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 18, 2023, 8:41 PM IST

সম্প্রতি ট্রেনের ভিতরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে দেখা যাচ্ছে ট্রেনের ভিতরের সিটবেল্ট ধরে ওপর দিয়ে এক ব্যক্তি হামাগুড়ি দিচ্ছেন ৷ তার লক্ষ্য টয়লেটে যাওয়া ৷ ট্রেনের মেঝেতে এতটাই থিকথিকে ভিড় মানুষের যে তিনি নীচ দিয়ে হেঁটে যেতে পারছেন না ৷ তাই তিনি সিটের বেল্ট ধরে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছেন ৷ এই ভিডিয়োটি পোস্টের পর থেকে, টুইটারে সেটির 2 লক্ষেরও বেশি ভিউ হয়েছে।

ভিডিয়োটি শেয়ার করে অভিজিৎ দীপক নামে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, "এটি তিনি তাঁর এক আত্মীয়ের কাছ থেকে পেয়েছেন ৷ তাঁর ওই আত্মীয় ট্রেনে ছিলেন। তাঁর এক বন্ধু টয়লেটে যাওয়ার চেষ্টা করছে। এহেন 'ট্রেন যাত্রা'কে একটি অ্যাডভেঞ্চার স্পোর্টসে রূপান্তরিত করার জন্য রেলমন্ত্রককে ধন্যবাদ।" ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরে, 'রেলসেবা' পোস্টটিতে প্রতিক্রিয়া জানায়। ভিডিয়োটিতে মন্তব্য করে, রেলসেবা টুইটারে লিখেছে, "স্যর, আমরা আপনাকে অনুরোধ করছি যাত্রার বিবরণ (পিএনআর/ইউটিএস নম্বর) এবং মোবাইল নম্বর আমাদের ডিএমের মাধ্যমে শেয়ার করুন যাতে আপনার অভিযোগের বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া যায় ৷ আপনি সরাসরি railmadad.indianrailways.gov.in-এ আপনার অভিযোগ জানাতে পারেন বা দ্রুত সমাধানের জন্য 139 নম্বরে ডায়াল করতে পারেন।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.