Hanuman Jayanti 2023: হনুমান জয়ন্তীতে ব্যারাকপুরে নামল আধা সামরিক বাহিনী - ব্যারাকপুরে আধা সামরিক বাহিনী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Apr 6, 2023, 10:25 AM IST

হনুমান জয়ন্তীতে আধা সামরিক বাহিনী নামল বারাকপুরে ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই আধা সামরিক বাহিনী নামানো হল ওই এলাকায় ৷ রামনবমীর মিছিলকে ঘিরে শিবপুর ও রিষড়ায় তীব্র অশান্তির সৃষ্টি হয়েছিল ৷ হিংসার রেশ ছড়িয়েছে তার পার্শ্ববর্তী এলাকাতেও ৷ পুলিশ ও সাধারণ মানুষের তৎপরতায় ধীরে ধীরে ছন্দে ফিরছে ওই দুই এলাকা ৷ সেই ঘটনার পর হনুমান জয়ন্তীতে যাতে আর কোনও উত্তেজনার পরিবেশ তৈরি না হয়, তা সুনিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই মামলার শুনানিতে বুধবার আদালত জানায়, যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে হনুমান জয়ন্তীতে প্রয়োজনে রাজ্য পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় বাহিনী ৷ সেই মতো রাজ্য পুলিশ যাতে তাদের অনুরোধ জানায়, সেই নির্দেশ দেন বিচারপতি ৷ সেই নির্দেশ মেনেই ব্যারাকপুরে এসে পৌঁছেছে এক কোম্পানি আধা সামরিক বাহিনী ৷ ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় বেশ কিছু জায়গা স্পর্শকাতর রয়েছে । কমিশনারেট সূত্রে খবর, আপাতত কামারহাটি ও টিটাগড় এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়ন করা হবে । সকাল থেকেই রাস্তায় দেখা মিলেছে আধা সামরিক বাহিনীর ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.