Tea Garden: জলপাইগুড়িতে মুখ্যমন্ত্রী থাকাকালীনই চা বাগানে বন্ধের নোটিশ
🎬 Watch Now: Feature Video
জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) থাকাকালীনই চা বাগান (Tea Garden) ছেড়ে চলে গেল মালিকপক্ষ । চা বাগানে সাসপেনশন অফ ওয়ার্ক (Suspension of Work) জারি করে বাগান ছাড়ল মালিকপক্ষ । এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকের অমরপুর চা বাগান । মঙ্গলবার সকালে কাজ করতে এসে বাগানে অফিসে ওই নোটিশ চোখে পড়ে শ্রমিকদের । এর পরেই হতবাক হয়ে পড়েন চা শ্রমিকেরা । চা বাগান বন্ধের খবর পেয়ে ওই বাগানে যান সিটু (CITU) অনুমোদিত চা বাগান মজদুর ইউনিয়নের নেতা পীযূষ মিশ্র । তিনি চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন । গত কয়েক দিন থেকেই ওই বাগানের চা শ্রমিকেরা সরকার ঘোষিত মজুরি নিয়ে আন্দোলন চালিয়ে আসছিলেন । এই ঘটনা তার ফলেই হয়েছে মনে করা হচ্ছে । এদিকে চা শ্রমিক সন্ধ্যা রায় বলেন, সরকার ঘোষিত মজুরির দাবি আমরা করছিলাম ৷ তাই বাগান কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গেল ।
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST