Bison Attack in Dooars: ডুয়ার্সে বাইসনের হামলায় আহত এক, বনদফতরের নজরদারি বাড়ানোর দাবি স্থানীয়দের - বাইসনের হামলায় আহত এক
🎬 Watch Now: Feature Video
সোমবার সকালে বাইসনের হামলায় আহত হলেন এক ব্যক্তি। জলপাইগুড়ির ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের আংরাভাষা দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ৷ আহত ব্যক্তির নাম চৈতু রায় ৷ বর্তমানে তিনি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বানারহাট থানার পুলিশ ৷ আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ড ও নাথুয়া রেঞ্জের বনকর্মীরাও । স্থানীয় বাসিন্দাদের দাবি, সোমবার সকাল 6টা নাগাদ পার্শ্ববর্তী মরাঘাট রেঞ্জের জঙ্গল থেকে একটি বাইসন বেরিয়ে আসে ৷ প্রথমে বাইসনটি পূর্ব খেরকাটা গ্রামে ঢুকে পরে ৷ রীতিমতো ছোটাছুটি করতে থাকে এলাকায় । গ্রামের বসত বাড়ির উপর দিয়ে ছোটাছুটি শুরু করলে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে ।
এরপর ধন্দলাশিমলা দাস পাড়াতেও বাইসনটি ঢুকে পড়ে । স্থানীয় বাসিন্দা পলাশ দাস জানিয়েছেন, বাইসনের হামলায় স্থানীয় বাসিন্দা চৈতু রায় নামে এক ব্যক্তি আহত হন । এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ৷ এই মুহূর্তে বাইসনটি একটি ঝোপের ভিতর আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে । বাইসনটিকে ফের জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টায় রয়েছেন বনকর্মীরা । ডুয়ার্সে এই ধরনের বাইসনের লোকালয়ে ঢুকে পড়া নতুন কোনও ঘটনা নয় । তবে আতঙ্কিত এলাকাবাসীরা, বনদফতরের নজরদারি আরও বাড়ানোর দাবি করেছেন তাঁরা ।