Durga Idol Immersion at Babughat: একাদশীতেও বাবুঘাটে চলল বিসর্জন পর্ব, পরিদর্শনে হাজির মেয়র - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
🎬 Watch Now: Feature Video
Published : Oct 25, 2023, 11:00 PM IST
পাঁচদিনের উৎসব উদযাপনের পর উমার কৈলাশে ফেরার পালা ৷ জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই অধিকাংশ প্রতিমা নিরঞ্জনের পালা সাঙ্গ ৷ কলকাতার বিভিন্ন ঘাট যেমন, বাজে কদমতলা ঘাট, বাবুঘাট, বাগবাজার বা জাজেস ঘাটেও একাদশীর দিন প্রতিমা নিরাঞ্জনের ঢল ৷ কয়োক'শো প্রতিমা বুধবারও বাবুঘাটে বিসর্জন হয়েছে ৷ এদিন বাবুঘাটে বিসর্জন পর্ব পরিদর্শনে আসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম । ছিলেন পৌর কমিশনারও । এদিন সকাল থেকেই বাবুঘাট পরিস্কার করার কাজ করে পৌরকর্মীরা । আর বিকাল গড়াতেই শুরু হয়ে যায় বিসর্জন । দুর্গাপুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন আগামী 27 অক্টোবর রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল ৷ যে সব বড় বড় পুজো কার্নিভালে অংশ নেবে তাদের প্রতিমা নিরঞ্জন সেই দিনেই করতে হবে ৷ কিন্তু যে সকল বাড়ির পুজো ও অনান্য পুজো কার্নিভালে অংশগ্রহণ করবে না, তাদের 24 থেকে 26 তারিখের মধ্যে প্রতিমা বিসর্জন করে দিতে হবে ৷ ফলে দশমীর পর একাদশীর দিন বিকাল থেকেই ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জনের ছবি উঠে এসেছে ইটিভি ভারতের ক্যামেরায় ৷ কলকাতা পৌরনিগমের কর্মীদের পাশাপাশি, গঙ্গার ঘাটে মোতায়েন করা হয়েছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ পাশাপাশি, গঙ্গাবক্ষে টহল দেয় রিভার ট্রাফিক পুলিশ ৷ দেবী প্রতিমা বিসর্জনের পরেই গঙ্গার ঘাটে চলে কোলাকুলি ও মিষ্টিমুখ ৷