Old Woman Dies of Burns: কুপি থেকে বাড়িতে আগুন, কার্শিয়াংয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধার - অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু
🎬 Watch Now: Feature Video
রবিবার রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘরে কুপি জ্বালিয়ে রেখেছিলেন ৷ সেই কুপির আগুন কোনওভাবে বাড়িতে ছড়িয়ে যায় ৷ আর তার জেরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার ৷ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কার্শিয়াং মহকুমার 11 নম্বর চিমনির দেউরালি এলাকার মজুয়া বস্তিতে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃদ্ধার নাম শ্যামা রাই ৷ তাঁর বয়স ছিল 76 বছর ৷ বস্তির ওই ঘরে তিনি একাই থাকতেন ৷ তাঁর সংসারে দ্বিতীয় কোনও ব্যক্তি ছিলেন না ৷ জানা গিয়েছে, কাঠ ও টিন দিয়ে পুরো বাড়িটি তৈরি করা হয়েছিল ৷ ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে ৷
প্রত্যন্ত পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে দমকল পৌঁছাতে পারেনি ৷ স্থানীয়রাই বেশ কয়েকঘণ্টার চেষ্টায় সোমবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ৷ কিন্তু, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বৃদ্ধাকে উদ্ধার করা সম্ভব হয়নি ৷ তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান ৷ ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে যায় ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘরে কুপি থেকে আগুন ধরে থাকতে পারে ৷ বৃদ্ধার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দার্জিলিং সদর হাসপাতালে পাঠানো হয়েছে ৷ এ দিন দুপুরে ঘটনাস্থলে যান জিটিএ সভাসদ শ্যাম শেরপা ৷