Bande Bharat Express at Dhupguri: ধূপগুড়িতে বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক স্টপেজ, আপ্লুত স্থানীয়রা - ধূপগুড়ি স্টেশন প্ল্যাটফর্ম
🎬 Watch Now: Feature Video
গুয়াহাটি থেকে এনজেপি পর্যন্ত ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। সোমবার গুয়াহাটি-এনজেপি বন্দে ভারতের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন উদ্বোধনের পর গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারতকে স্বাগত জানাতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি রেলওয়ে স্টেশন চত্বরকে সাজিয়ে তোলা হয়েছিল ৷ সেখানে সেমি হাইস্পিড এই ট্রেনের আনুষ্ঠানিক স্টপেজ ঘিরে ছিল উৎসবের মেজাজ। বন্দে ভারত ট্রেন দেখতে স্টেশন চত্বরে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানে এদিন ধূপগুড়ি স্টেশন প্ল্যাটফর্মে অনুষ্ঠান মঞ্চ গড়ে তোলা হয়। সেখানে নাচ-গান-সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় ৷ উপস্থিত ছিলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিষ্ণুপদ রায়, ময়নাগুড়ির বিধায়ক কৌশিক রায়-সহ রেলের বিভিন্ন আধিকারিকেরা। উদ্বোধনের দিন উত্তরবঙ্গে মোট চারটি স্টেশনে দাঁড়ায় এই বিশেষ ট্রেন। যার মধ্যে রয়েছে ধূপগুড়ি স্টেশনও ৷ ধূপগুড়ি স্টেশন আধিকারিক মনোজ কুমার সিং জানিয়েছেন, এই দিনটাকে তাঁদের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ ৷ পাশাপাশি সম্মানের ৷ ধূপগুড়িবাসী আপ্লুত ৷ সকাল থেকেই এখানে উপস্থিত জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস ধরা পড়েছে ৷ আশা করি, এই দিনের মতো আগামীতে ধূপগুড়িতেও বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ দেওয়া হবে ৷