Nisith Pramanik Reacts: পুলিশ তৃণমূলের চামচাগিরি করছে, হামলা প্রসঙ্গে মন্তব্য নিশীথের - Nisith Pramanik Reacts

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 25, 2023, 10:59 PM IST

রাজনৈতিকভাবে লড়াই করতে না-পেরে হিংসার আশ্রয় নিয়েছে তৃণমূল। তালিবানি কায়দায় সাধারণ মানুষের ওপর ওরা যেমন হামলা চালিয়েছে তেমনই নেতা-মন্ত্রীরাও বাদ যাচ্ছে না। শনিবার দুপুরে দিনহাটার বুড়িরহাটে গণ্ডগোলের পর ভেটাগুড়িতেও দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল শেষে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik Reacts)। এদিন তিনি জানান, বাংলায় নেতা-মন্ত্রীরা সুরক্ষিত নন। এটা গণতন্ত্রের পক্ষে দুঃখজনক ঘটনা। বিজেপি কর্মীরা এদিন বুড়িরহাটে হামলা চালিয়েছে কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপারের এহেন বক্তব্যের প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামণিক জানান, উনি একজন দুর্নীতিবাজ পুলিশ অফিসার। তৃণমূলের চামচাগিরি করছেন। তাই ঘটনার তদন্ত না-করেই এধরনের মন্তব্য করেছেন। বিজেপি কর্মীরা যাতে বুড়িরহাটে বেরতে না-পারেন তাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের এই হুমকি প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী পালটা জানান, আজ দেখে নিয়েছে মানুষ। কে বেরিয়েছে। আর কে পালিয়েছে।

উল্লেখ্য, শনিবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহার জেলার দিনহাটার বুড়িরহাটে। যার জেরে তৃণমূল কংগ্রেসের ও বিজেপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। চলে বোমাবাজি। গুলি ৷ ভাঙচুর করা হয় নিশীথ প্রামাণিকের গাড়ি ৷ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকেন। এলাকায় মোতায়েন করা হয় বিরাট পুলিশ বাহিনী। নিশীথ প্রামানিক জানান, বাংলার রাজনীতি আপনারা দেখুন। বাংলার রাজনীতি এটা হলে মামুষ এমনভাবে মেনে নেবে না। এই রাজনৈতিক পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। আমার গাড়ি ভেঙেছে। আমি পুলিশকে জানিয়ে এসেছি। যারা ঢিল ছুড়ছে তাদেরকেই সেভ করা হচ্ছে বলে অভিযোগও করেন তিনি ৷ 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.