Child Death : মায়ের কোল থেকে ছিনিয়ে শিশু খুনের অভিযোগ, রাজারহাটে আটক মহিলা - 9 মাসের শিশুর মৃত্যু

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 4, 2022, 2:00 PM IST

Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ঝগড়ার সময় কোলে থাকা শিশুকে ছিনিয়ে আছাড় মারার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে ৷ ঘটনাটি রাজারহাট থানার অন্তর্গত রাইগাছি শেষ মোড়ের ৷ পরে 9 মাসের ওই শিশুটির মৃত্যু হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে(Nine month old Child dies in Rajarhat) ৷ জানা গিয়েছে, গতকাল রাতে শিশুটির মায়ের সঙ্গে কাকিমার গন্ডগোল শুরু হয় ৷ ইয়াসমিন বেগম নামে ওই মহিলা জা-এর কোল থেকে 9 মাসের শিশুকে ছিনিয়ে নিয়ে আছাড় মারে বলে অভিযোগ ৷ পরবর্তী সময়ে রাজারহাটের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন । এরপরই স্থানীয়দের রোষের মুখে পড়েন ওই ইয়াসমিন বেগম ৷ মারধর, টানা হ্যাঁচড়া করা হয় ৷ পুলিশ অভিযুক্তকে আটক করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে রাজারহাট থানার পুলিশ ৷
Last Updated : Feb 3, 2023, 8:23 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.