Animal Recovered: অসম-বাংলা সীমানা থেকে তিনটি বিয়ার ক্যাট ও ছ'টি গীবন মাংকি উদ্ধার - গীবন মাংকি
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-18202339-thumbnail-16x9-image-aspera.jpg)
অসম-বাংলা সীমানায় নাকা চেকিং চালানোর সময় একটি মহারাষ্ট্রের নাম্বারের চারচাকা গাড়ি থেকে উদ্ধার হল তিনটি বিয়ার ক্যাট (বিটু রাং) ও ছটি গীবন মাংকি ( রেইড টেল্ড)। উদ্ধার করল কোচবিহার জেলার বক্সিরহাট থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে বিরল প্রজাতির ওই প্রাণীগুলিকে উদ্ধার করা হয়েছে । উত্তর-পূর্বের জঙ্গল থেকে এই বিয়ার ক্যাট ও গীবন মাংকিগুলি পাচারের উদ্দেশ্যে মহারাষ্ট্রে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে । পাচারের অভিযোগে ওই গাড়ি থেকে মহারাষ্ট্রের দুজন ও একজন কেরালার বাসিন্দাকে আটক করা হয়েছে । উদ্ধার হওয়া প্রজাতির এই প্রাণীগুলিকে রাতেই তুলে দেওয়া হয় বনদফতরের হাতে । আপাতত সেগুলিকে নিয়ে যাওয়া হয়েছে রসিকবিল মিনি চিড়িয়াখানায় । প্রাথমিক তদন্তের পর পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযুক্তরা এই প্রাণীগুলোকে গৌহাটি থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল পাচারের জন্য । বনদফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর- পূর্বের বনাঞ্চল থেকে বিভিন্ন বন্যপ্রজাতি ধরে নিয়ে কোচবিহার হয়ে ভিনরাজ্যে পাচার করা হয়ে থাকে । এর আগে একাধিকবার বনদফতর অভিযান চালিয়ে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার করেছিল । অসম-বাংলা সীমান্তের বক্সিরহাটে নাকা চেকিং রয়েছে রাজ্য পুলিশের । ধৃতরা কোথা থেকে নিয়ে এসেছিল, কোথায় নিয়ে যাচ্ছিল সেসব জানার চেষ্টা চালাচ্ছে । এই চক্রে আরো কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে । তবে গোটা বিষয়টি নিয়ে বনদফতরের কর্তারা মুখ খুলতে চাননি ।