Parliament Inauguration: নজরকাড়া কারুকার্য! হোম-যজ্ঞ দিয়ে নয়া সংসদ ভবনের উদ্বোধন; দেখুন ভিডিয়ো - New Parliament Opening Ceremony
🎬 Watch Now: Feature Video
রবিবার সকাল সকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হল দেশের নয়া সংসদ ভবন। নতুন সংসদ ভবন উদ্বোধনের অনুষ্ঠানে ছিলেন আদি শঙ্করাচার্য, বিভিন্ন মঠের সাধু এবং পণ্ডিতরা। এই প্রার্থনা অনুষ্ঠানে আদি শিব এবং আদি শঙ্করাচার্যের পুজো করা হয়েছে ৷ নয়া সংসদ ভবনের ভিতরের আলোকসজ্জা, ফ্লোরের সৌন্দর্য্য বেশ নজরকাড়া। 64 হাজার 500 বর্গমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছে। ভবনটি চারতলা। এই ভবনে লোকসভায় 888 জন এবং রাজ্যসভায় 384 জন সদস্য বসতে পারবেন। উভয় কক্ষের যৌথ সভার ক্ষেত্রে, মোট 1 হাজার 280 জন সদস্যকে স্থান দেওয়া যাবে লোকসভাতেই। আজকের এই নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি-সহ 20টি বিরোধী দল।
এতদিন প্রয়াগরাজের জাদুঘরে রাখা ছিল একটি সোনার রাজদণ্ড। পোশাকি নাম সেঙ্গল। সেই রাজদণ্ডই এবার প্রধানমন্ত্রীর হাত ধরে প্রতিষ্ঠিত হল দেশের নতুন লোকসভা ভবনে। এই রাজদণ্ডের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। দক্ষিণ ভারতের চোল সম্রাটরা রাজ্যাভিষেকের সময় উত্তরসূরীকে এই স্বর্ণদণ্ড দিতেন। আজ সকালে যজ্ঞ এবং পুজো সম্পন্ন হওয়ার পর সকাল সাড়ে আটটা থেকে শুরু হয় সংসদ ভবনে 'সেঙ্গল' প্রতিষ্ঠা করার আচার অনুষ্ঠান। আজকে সংসদ ভনের উদ্বোধনের আগে সেঙ্গলের সামনে সাষ্ঠাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে লোকসভার স্পিকারের আসনের পাশে সেই সেঙ্গল প্রতিষ্ঠিত করেন প্রধানমন্ত্রী ।