Bridge Inauguration: উদ্বোধন হল সল্টলেক ও কেষ্টপুরের মধ্যে সংযোগকারী ব্রিজ - উদ্বোধন হল সল্টলেক ও কেষ্টপুর সংযোগকারী ব্রিজের
🎬 Watch Now: Feature Video
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উদ্বোধন হল সল্টলেক ও কেষ্টপুরের মধ্যে সংযোগকারী ব্রিজের । শনিবার এই ব্রিজের উদ্বোধন করলেন সাংসদ সৌগত রায় (Saugata Roy Inagurate a Bridge)। সেচ ও জলপথ দফতরের উদ্যোগে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। রাজারহাট, বাগুইআটি, কেষ্টপুর এলাকার বাসিন্দাদের বিভিন্ন কাজের জন্য সল্টলেকে আসতে হয়। আর সল্টলেকে যাওয়ার জন্য কয়েক কিলোমিটার রাস্তা ঘুর পথে যাতায়াত করতে হত এই এলাকার বাসিন্দাদের । সল্টলেক ও রাজারহাটকে সংযোগকারী ব্রিজের উদ্বোধন হওয়ায় এলাকাবাসীদেরও যাতায়াত সমস্যা অনেকটাই মিটল বলে মনে করছেন এলাকাবাসী ৷
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST