Nawsad Siddique: রাজ্যে পঞ্চায়েত ভোটের অশান্তির জন্য দায়ী কমিশন: নওশাদ - ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 15, 2023, 9:02 PM IST

Updated : Jun 15, 2023, 9:31 PM IST

পঞ্চায়েত ভোটের মনোনয়ন নিয়ে দিনভর উত্তপ্ত হয়ে রইল ভাঙড় । আর মনোনয়নের শেষদিন অশান্তির মধ্যেই মৃত্যু হল তিন জনের । আর তা নিয়েই বৃহস্পতিবার ক্ষোভ উগড়ে দিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী । এদিন রাজ্য নির্বাচন কমিশনের দফতরে আসলেও নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেননি নওশাদ । পরিবর্তে তিনি কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন । নওশাদের দাবি, চারদিকে অরাজকতা দেখেও নিশ্চুপ কমিশন । এবং কমিশনের গাফিলতিতেই মৃত্যু হয়েছে ভাঙড়ে তিন জনের । আর সেই আশঙ্কা যে নওশাদের ছিল, তাও এদিন সাফ জানিয়েছেন তিনি। আর তার জেরেই বুধবার নবান্নে মুখ্যমন্ত্রীর দরবারে ছুটে গিয়েছিলেন নওশাদ । তবে সেদিন মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করেননি । আর পুলিশ-প্রশাসন নিশ্চুপ থাকার জেরেই এই মৃত্যু হয়েছে বলেও এদিন অভিযোগ করেন নওশাদ সিদ্দিকী । এদিন নওশাদের সাফ অভিযোগ, রাজ্য পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশন নিষ্ক্রিয় থাকার জেরেই মৃত্যু হয়েছে ভাঙড়ে । যার মধ্যে আইএসএফের একজন কর্মী এবং দুইজন তৃণমূল কর্মী রয়েছেন বলে জানা গিয়েছে ।        

Last Updated : Jun 15, 2023, 9:31 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.