হড়পা বানে বিচ্ছিন্ন হওয়া সড়কে দ্রুত শুরু হবে ট্রাক যাতায়াত, আশ্বাস পূর্ত দফতরের আধিকারিকদের - পূর্ত দফতর

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 11:06 PM IST

Road Separated for Harpa Ban: হড়পা বানে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গ ও সিকিমের লাইফ লাইন 10 নম্বর জাতীয় সড়ক। টানা কয়েক সপ্তাহ রাস্তাকে নতুন করে তৈরি করতে পাহাড় কেটে কাজ শুরু করেছিল ন্যাশনাল হাইওয়েস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল) ৷ তবে ওই রাস্তা দিয়ে ছোট চার চাকার গাড়িগুলি চলাচল করলেও এখনও পর্যন্ত ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে ওই রাস্তা দিয়ে। যার ফলে সমস্যায় পড়েছেন পাহাড়ের ট্রাকমালিকরা। 

অবিলম্বে যাতে রাস্তাকে মেরামত করে ওই পথে ট্রাক চালানো যায় তা নিয়ে বৃহস্পতিবার হড়পা বানে ক্ষতিগ্রস্ত রাস্তা নির্মাণের কাজ খতিয়ে দেখতে এলাকায় যায় কালিম্পং ডিস্ট্রিক্ট ট্রাক ড্রাইভার ইউনিয়ন, সিকিম ট্রাক চালক অ্যাসোসিয়েশন এবং শিলিগুড়ি বাস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। জানা গিয়েছে, 10 নম্বর জাতীয় সড়কের লিকুভীর জেল খোলা এলাকায় হড়পা বানে রাস্তা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে নতুন করে রাস্তা তৈরি করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে নির্মাণকারী সংস্থাকে। 

তাই এদিন ইউনিয়নের সদস্যদের দাবি দ্রুত যাতে রাস্তা মেরামত করে ট্রাক চলাচল শুরু করা যায় সেই দাবি করা হয়। এই সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পূর্ত দফতরের আধিকারিকদের বৈঠকের পর তারা আশ্বস্ত করেছে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ওই পথ দিয়ে ট্রাক চলাচল শুরু করা হতে পারে। 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.