Communal Harmony: প্রতিবেশী হিন্দু ভক্তদের জন্য নীলকণ্ঠের দালান, বারাণসীতে সম্প্রীতির বার্তা নূরের - বারাণসী
🎬 Watch Now: Feature Video
শিবভক্তদের জন্য মন্দিরের দালান গড়লেন মুসলিম মহিলা ৷ সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঘটনাটি ঘটেছে খোদ উত্তর প্রদেশের বারাণসীতে ৷ 2004 সালে নূর ফতিমা স্থানীয় হিন্দুদের জন্য একটি ছোট মন্দির তৈরি করেন বিহার কলোনির গণেশপুরে ৷ সেবার মন্দিরটা ছোট ছিল ৷ তাই এবার আরও একটা জমি কিনে মন্দিরের সামনে ভক্তদের জন্য বড় দালান তৈরি করলেন ৷ তিনি দেবাদিদেব ভক্ত ৷ (Muslim woman builds Shiva Temple in Varanasi) ৷
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST