Abhishek Banerjee Rally: 'কেন এসেছি ?' জানে না শহিদ মিনারে অভিষেকের সমাবেশে আসা ভিড় - TMC Shaheed Minar Rally

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Mar 29, 2023, 2:21 PM IST

Updated : Mar 29, 2023, 4:55 PM IST

কীসের সভা ? কার সভা ? জানেন না শহিদ মিনারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগদানকারীদের অনেকেই ৷ আজ কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে শহিদ মিনারে তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের ডাকে জনসভা ৷ সেই জনসভায় প্রধান বক্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী, সমর্থকরা এবং সাধারণ মানুষজন ভিড় করছেন (People Come to Attend Abhishek Banerjee Meeting) ৷ বাসে ও ট্রেনে করে তাঁরা ধর্মতলায় শহিদ মিনারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ৷ কিন্তু, তাঁদের অধিকাংশই জানেন না কেন তাঁরা এই সভায় যাচ্ছেন ৷ এমনকী ঠিক কোথায় সভা তাও জানানে না তাঁরা ৷ প্রশ্ন করা হলে জবাবে কেউ বলছেন, কলকাতায়, কেউ আবার বলছেন ব্রিগেডে ৷ পাশপাশি কার সভা সেটাও ভালোভাবে জানা নেই অনেকের । 

Last Updated : Mar 29, 2023, 4:55 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.